মালদা

মালদায় মহানন্দার জল বেড়ে প্লাবিত শহরাঞ্চলের একাংশ। ঘর ছাড়া শতাধিক পরিবার

মহানন্দার জল বেড়ে প্লাবিত শহরাঞ্চলের একাংশ। মানিকচকে গঙ্গার আগ্রাসী রূপে বাঁধ ভাঙার আশঙ্খা। ইংরেজবাজারের বন্য পরিস্থিতি পরিদর্শন করলেন কাউন্সিলার প্রসেনজিৎ দাস।

            একটানা তিনদিনের বৃষ্টিতে জল বেড়েছে মহানন্দার। ফুঁসসে গঙ্গাও। মহানন্দার জল বেড়ে প্লাবিত ইংরেজবাজারের ১২নম্বর ওয়ার্ডের একাংশ। বাড়িতে জল ঢুকে পরায় গৃহহীন হয়েছে প্রায় শতাধীক পরিবার। বুধবার এই বন্য কবলিত এলাকা পরিদর্শন করেন ১২ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার প্রসেনজিৎ দাস। দূর্গতদের সাহায্যের আশ্বাস দেন তিনি। 

            উত্তরপ্রদেশ এবং বিহারের জল নামতে আড়ম্ভ করায় ব্যাপক ভাবে বাড়ছে গঙ্গার জলস্তরও। জল বাড়ার সাথে সাথে ভাঙন শুরু হয়েছে মানিকচকের ভুতনী চরের বেশ কয়েকটি গ্রামে। ভাঙন প্রতিরোধে শুরু হয়েছে বালির বস্তা পিচিং এর কাজ। মানিকচকে ভাঙন প্রতিরোধের কাজ পরির্দশ করেন জেলা শাসক কৌশিক ভট্টাচার্য। জেলা শাসক জানান জেলার বন্যা ও ভাঙন পরিস্থিতি এখনো উদ্বেগ জনক নয়। পরিস্থিতির  ওপর নজর রাখছে জেলা প্রশাসন। ভাঙন এবং বন্য পরিস্থিতি মোকাবিলায় প্রশাসন প্রসুত। 

            ঘর হারা এলাকাবাসীরা জানান, নদী তীরবর্তী বহু মানুষ তাদের থাকার আশ্রয় হারিয়েছে। তবে কাউন্সিলার প্রসেনজিৎ দাস তাদের পাশে দাঁড়িয়েছেন। বাড়িয়ে দিয়েছেন সাহায্যর হাত। ব্যাবস্থা করে দিয়েছেন থাকা খাওয়ার। তার এই কাজকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী।